কুমিল্লায় ৪ শতাধিক অসহায় পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার

258

কুমিল্লা (দক্ষিণ), ২৪ এপ্রিল, ২০২১ (বাসস) : করোনা মহামারিতে কুমিল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়েছেন প্রায় ৪ শতাধিক পরিবার। লকডাউন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী পেয়ে খুশি মনে বাড়িতে ফিরে গেছেন অসহায় মানুষ। শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর তিনটি স্থানে উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দেন অসহায় মানুষের হাতে। এরপর নগরীর চকবাজার, টমসমব্রীজ, মোগলটুলী ও ঈদগা এলাকায় অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া ১০০ জন বীর মুক্তিযোদ্ধার বাসায় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পাঠানো হয়।
জেলা প্রশাসক কামরুল হাসান বাসসকে বলেন, প্রথম ধাপে ৩০০ জন অসহায় মানুষ ও ১০০ বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দিয়েছি। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, করোনার দ্বিতীয় ঠেউ রোধে দেশজুড়ে লকডাউন চলছে।এ লকডাউনের মধ্যে অসহায় মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। অবশেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হল।