বাসস দেশ-২৮ : খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে লকডাউনের সফলতা অর্জন করতে হবে: জি.এম.কাদের

155

বাসস দেশ-২৮
জাপা-কাদের-বিবৃতি
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে লকডাউনের সফলতা অর্জন করতে হবে: জি.এম.কাদের
ঢাকা, ২৩ এপ্রিল, ২০২১ (বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের আজ এক বিবৃতিতে বলেছেন, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে লকডাউনের সফলতা অর্জন করতে হবে। লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে অর্থ সহায়তার ঘোষণা করা হয়েছে তা আরো বৃদ্ধি করতে হবে।
বিবৃতিতে জি.এম.কাদের আরো বলেন, খেটে খাওয়া মানুষের জন্য জরুরি ত্রাণ বিতরণে সরকারকে আরো বেশি সক্রিয় হতে হবে। দেশের কোটি কোটি মানুষ দিন এনে, দিন খায়। তাই জীবন বাঁচাতেই তাদের রাস্তায় নামতে হয়।
তিনি বলেন, ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে খেটে খাওয়া মানুষের মাঝে এক ধরনের হতাশা সৃষ্টি হয়েছে। নি¤œ আয়ের মানুষ কর্মহীন হয়ে অসহনীয় কষ্ট পোহাচ্ছেন। কাজের সন্ধানে রাস্তায় নেমে আর্থিক জরিমানা বন্ধ করতে হবে। ধার-দেনায় জর্জরিত সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় তারও ব্যবস্থা করা জরুরী। করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার পাশাপাশি লকডাউন শিথিল করা উচিত বলে তিনি বিবৃতিতে দাবি করেন।
বাসস/সবি/এমএআর/১৯২০/-কেকে