বাসস ক্রীড়া-৮ : তামিমকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন মুশফিক

144

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-ক্যান্ডি টেস্ট-মুশফিক
তামিমকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন মুশফিক
ক্যান্ডি, ২৩ এপ্রিল, ২০২১ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ৬৮ রান করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এই ইনিংসের সুবাদে টেস্ট ইতিহাসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।
অবশ্য শ্রীলংকার বিপক্ষে টেস্ট শুরুর আগে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান ছিলো মুশফিকেরই। ৭২ ম্যাচে মুশফিকের রান ছিলো ৪,৫৩৭। দ্বিতীয়স্থানে ছিলেন ওপেনার তামিম ইকবাল। ৬২ ম্যাচে তামিমের রান ছিলো- ৪,৫০৮।
তবে ম্যাচের প্রথম ইনিংসে ৯০ রানের ইনিংস খেলে মুশফিককে পেছনে ফেলেন তামিম। ৪,৫৯৮ রান নিয়ে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। তবে বেশিক্ষণ শীর্ষে থাকতে পারেননি তামিম। ম্যাচের তৃতীয় দিনই আবারো নিজের শীর্ষস্থান ফিরে পান মুশফিক। এখন মুশফিকের রান ৪,৬০৫।
৫৭ ম্যাচে ৩,৯৩০ রান নিয়ে তালিকার তৃতীয়স্থানে অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাসস/এএমটি/১৭০০/স্বব