পাড়িকালের সেঞ্চুরিতে জয়রথ ছুটছে কোহলির ব্যাঙ্গালুরুর

234

মুম্বাই, ২৩ এপ্রিল ২০২১ (বাসস) : ওপেনার দেবদূত পাড়িকালের অনবদ্য সেঞ্চুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসরে জয়রথ ছুটছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর।
গতরাতে আসরের ১৬তম ম্যাচে ব্যাঙ্গালুরু ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। এখন পর্যন্ত ৪ ম্যাচের সবগুলোতেই জিতলো ব্যাঙ্গালুরু। আর সমানসংখ্যক ম্যাচে ১ জয় ও ৩ হার রাজস্থানের।
মুম্বাইয়ে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ব্যাঙ্গালুরু। ব্যাট হাতে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে রাজস্থান। তবে শিবম দুবের ৪৬, রাহুল তিওয়ারির ৪০ ও রায়ান পরাগের ২৫ রানের সুবাদে লড়াই করার মত সংগ্রহ পায় রাজস্থান। ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান তুলে তারা। ব্যাঙ্গালুরু পেসার হার্সাল প্যাটেল ৪৭ রানে ৩ উইকেট নেন।
জবাবে ২১ বল হাতে রেখে হেসেখেলে জয় তুলে নেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার কোহলি ও পাড়িকাল। ৫১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন পাড়িকাল। এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তিনি। টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি করেছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন।
শেষ পর্যন্ত ৫২ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন ম্যাচের সেরা পাড়িকাল। ৪৭ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন কোহলি। এই ইনিংস খেলার পথে আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রান পূর্ণ করেন কোহলি।