বাসস দেশ-৮ : ভোলায় লকডাউন বাস্তবায়নে ৪০ মামলায় ৪৪ জনকে জরিমানা

85

বাসস দেশ-৮
ভোলা-জরিমানা
ভোলায় লকডাউন বাস্তবায়নে ৪০ মামলায় ৪৪ জনকে জরিমানা
ভোলা, ২৩ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে লকডউন বাস্তবায়নে ৪০ মামলায় ৪৪ জনকে ২১ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশানের উদ্যেগে পৃথক ৬টি অভিযান চালিয়ে এই অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অভিযানে নেতৃত্ব দেন।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান আজ বাসস’কে জানান, মোট জরিমানাকৃতের মধ্যে সদর উপজেলায় ১২ জনকে ৩ হাজার ৫০০ টাকা, বোরহানউদ্দিনে ৫ জনকে ৩ হাজার ৯০০, তজুমদ্দিনে ২১ জনকে ১১ হাজার ৯০০, লালমোহনে ৪ জনকে ৯৫০ ও দৌলতখানে ২ জনকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি জানান, এসময় জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং লকডাউন এর নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাসস/এইচ এ এম/১২৩০/কেজিএ