ভারতে হাসপাতালে অগ্নিকান্ডে ১৩ কোভিড রোগির মৃত্যু

647

মুম্বাই, ২৩ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : ভারতের মুম্বাইয়ের উপকণ্ঠে একটি হাসপাতালে অগ্নিকান্ডে করোনাভাইরাসে আক্রান্ত ১৩ রোগির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতের আগে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
দমকল বিভাগের কর্মকর্তা মোরিসন খাভারি বলেন, ‘বিজয় বল্লভ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) বাইরে আগুন ছড়িয়ে পড়ার সময় সেখানে ১৭ রোগি ছিলেন। এদের মধ্যে ১৩ জনের মৃত্যু ঘটেছে এবং চার জনকে অন্য স্থানে সরিয়ে নেয়া হয়েছে।’