এবার জরিমানার কবলে মরগান

530

চেন্নাই, ২২ এপ্রিল ২০২১ (বাসস) : চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধীর গতির বোলিংএর জন্য জরিমানার কবলে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের দলনেতা ইংল্যান্ডের ইয়োইন মরগান।
আইপিএল-এ নতুন নিয়ম অনুযায়ী ৯০ মিনিটের মধ্যে এক ইনিংস শেষ করতে হবে। কিন্তু গতকাল নিজেদের চতুর্থ ম্যাচে বেশি সময় নেওয়ায় জরিমানার কবলে পড়লেন মরগান। মরগানের ম্যাচ ফি থেকে ১২ লাখ টাকা কেটে নেয়া হবে।
আইপিএল-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ধীর গতির বোলিংএর জন্য কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক মরগানের ১২ লাখ জরিমানা করা হয়েছে।’
আইপিএল থেকে আরও জানানো হয়, ‘দ্বিতীয় বার এমন কান্ড করলে মরগানকে ২৪ লাখ টাকা জরিমানা করা হবে। দলের বাকি সদস্যদের ম্যাচ ফির ২৫ শতাংশ বা ৬ লাখ টাকা কেটে নেওয়া হবে। তৃতীয়বার করলে জরিমানার সাথে এক ম্যাচ নিষিদ্ধও হবেন মরগান।’
চেন্নাইয়ের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে ১৮ রানে হেরেছে কলকাতা।