নড়াইলের ইছামতি বিলে গরীব কৃষকদের বিনামূল্যে ধান কেটে দিচ্ছে যুবলীগ

186

নড়াইল, ২২ এপ্রিল, ২০২১ (বাসস) : হারভেস্টার মেশিনে বিনামূল্যে গরীব কৃষকদের বোরো ধান কেটে দিচ্ছেন নড়াইল জেলা যুবলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা যুবলীগের আহবায়ক মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে লোহাগড়া উপজেলার নলদী এলাকায় ইছামতি বিলে কৃষকদের ধান বিনামূল্যে কেটে দেন। এতে ভীষণ খুশি এলাকার কৃষকেরা।
নড়াইল জেলা যুবলীগের আহবায়ক জানান, করোনা সংকটে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে গরীব কৃষক ও বর্গাচাষিদের বোরো ধান বিনামূল্যে কেটে দেয়ার ব্যবস্থা করেছেন তিনি। এছাড়া সামর্থ্যবান কৃষকদের ধান ন্যায্যমূল্যে কেটে দেয়া হচ্ছে। কৃষকদের ধান ঘরে উঠা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। ২০২০ সালেও করোনা সংকটে যুবলীগ নেতা-কর্মীরা হারভেস্টার মেশিন দিয়ে বিনামূল্যে কৃষকদের বোরো ধান কেটে দিয়েছিলেন ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, এ বছর জেলায় ৪৮ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরা ধান চাষাবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৬ হাজার ৬১০ টন চাল। নড়াইলে এখন পুরোদমে বোরো ধানকাটা চলছে। ধানের ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা সহজে ঘরে ধান তুলতে পারবেন। চলতি মওসুমে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সময়ে হারভেস্টার মেশিন দিয়ে অতি সহজে ধান কাটা যাচ্ছে এবং একই সঙ্গে ধানকাটা, ঝাড়া ও প্যাকেজিংয়ের কাজ সম্পন্ন করা যায়।