বাসস দেশ-৩৩ : বিএসএমএমইউয়ে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ৭২,১৯৫ জন

76

বাসস দেশ-৩৩
বিএসএমএমইউ-করোনা -ভ্যাকসিন
বিএসএমএমইউয়ে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ৭২,১৯৫ জন
ঢাকা, ২২ এপ্রিল, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে আজ পর্যন্ত ৭২ হাজার ১৯৫ জন করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন।
এরমধ্যে প্রথম ডোজের ৫৪ হাজার ৮২ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৮ হাজার ১১৩ জন ।
আজ বৃহস্পতিবার এই কেন্দ্রে দ্বিতীয় ডোজের ১,৪৩৮ জন এবং প্রথম ডোজের ১৩৪ জনসহ মোট ১,৫৭২ জন টিকা নিয়েছেন ।
অন্যদিকে করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ২১৯ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৬৫৮ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৮৬৪ জন। বর্তমানে ভর্তি আছেন ১৮০ জন এবং আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন রোগী। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৫ জন।
এদিকে, বেতার ভবনের পিসিআর ল্যাবে ২১ এপ্রিল বুধবার পর্যন্ত ১ লক্ষ ৩৪ হাজার ১৫৩ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। একই দিনে এ ভবনের ফিভার ক্লিনিকে ৯১ হাজার ২৬১ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন।
বাসস/সবি/এসএস/১৮৪৯/এএএ