বাসস বিদেশ-৭ : ভারতে একদিনের করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড

96

বাসস বিদেশ-৭
ভারত-করোনা
ভারতে একদিনের করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড
নয়াদিল্লী, ২২ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : ভারতে একদিনে করোনা ভাইরাস সংক্রমণে আবারো নতুন রেকর্ড তৈরি হয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশটিতে ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বে একদিনে এতো সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়নি। সেদিক থেকে সংক্রমণের এ সংখ্যা বিশ্ব রেকর্ড তৈরি করেছে।
ভারতে নতুন করে মারা গেছে ২ হাজার ১০৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৫৭ জনে।
মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জনে।
ভারতে করোনায় বর্তমানে অসুস্থ লোকের সংখ্যা ২২ লাখ ৯১ হাজার ৪২৮ জন। সুস্থতার হার কমে হয়েছে ১.১৬ শতাংশ।
বাসস/জুনা/১৪৩০/জেহক