দ্বিতীয় দিনের প্রথম সেশনে মোমিনুলের সেঞ্চুরি

180

ক্যান্ডি, ২২ এপ্রিল, ২০২১ (বাসস) : নাজমুল হোসেন শান্তর পর শ্রীলংকার বিপক্ষে ক্যান্ডি টেস্টে সেঞ্চুরি করলেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
তাই দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ২ উইকেটে ৩৭৮ রান করেছে বাংলাদেশ। শান্ত ১৫৫ ও মোমিনুল ১০৭ রানে অপরাজিত আছেন।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম দিন শেষে ২ উইকেটে ৩০২ রান করেছিলো বাংলাদেশ। শান্ত ১২৬ ও মোমিনুল ৬৪ রানে অপরাজিত ছিলেন।
আজ প্রথম সেশনে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসকে দেড়শতে নিয়ে যান শান্ত। আর ৪৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরির স্বাদ নেন মোমিনুল। শ্রীলংকার বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি বাংলাদেশ অধিনায়কের।
বিরতির আগ পর্যন্ত ১৬টি চার ও ১টি ছক্কায় ৩৬০ বল খেলে শান্ত এবং ২৪৬ বলে ৯টি চারে নিজের ইনিংস সাজান মোমিনুল।
শ্রীলংকার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দো ৭৫ রানে ২ উইকেট নেন।