নানিয়ারচরে চেঙ্গী খাল পুনঃখনন শুরু

165

রাঙ্গামাটি, ২২ এপ্রিল, ২০২১ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত মুজিব শতবর্ষের ডেল্টা প্ল্যান-২০২১ এর প্রথম প্রকল্প ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার চেঙ্গী খাল পুনঃখনন এর কাজ আবারো শুরু হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে ১টি লং-বুম এক্সকেভেটর দিয়ে চেঙ্গী খালের উপর নবনির্মিত ব্রিজের নিচে খাল পুনঃখনন করার কাজ আবারো শুরু হয়েছে। ২০১৮ সালে চেঙ্গী খাল পুনঃখননের টেন্ডার হলেও পাহাড়ে ভূমি ধসসহ প্রাকৃতিক সমস্যার কারণে এবং চলমান বৈশ্বিক মহামারি করোনার ফলে এ খালটি পুনঃখনন কাজ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন রাঙ্গামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল আলম।
তিনি জানান, এবার শুষ্ক মৌসুমে দ্রুততম সময়ের মধ্যে ঐতিহ্যবাহী এ খালটি পুঃনখননের চেষ্টা করা হচ্ছে এবং আগামী দুই মাসের মধ্যে খালটি পুনঃখনন সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
নির্বাহী প্রকৌশলী জানান, নানিয়ারচর উপজেলার চেঙ্গী খালের ৩কিলোমিটার দৈর্ঘ্য, ৫৪ফুট প্রস্থ এবং ৭ফুট গভীরে খনন করা হবে।