বাসস বিদেশ-১ : ইসরাইলের দক্ষিণাঞ্চলে ‘ক্ষেপণাস্ত্র’ হামলার পর সিরিয়ায় হামলা ইসরাইলের

102

বাসস বিদেশ-১
ইসরাইল-সিরিয়া-সংঘাত
ইসরাইলের দক্ষিণাঞ্চলে ‘ক্ষেপণাস্ত্র’ হামলার পর সিরিয়ায় হামলা ইসরাইলের
জেরুজালেম, ২২ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : ইসরাইলের সামরিক বাহিনী সিরিয়ার একাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইলের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার পর তারা এসব হামলা চালায়। বৃহস্পতিবার সেনাবাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর টুইটার বার্তায় বলা হয়, ‘ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় নেগাভ লক্ষ্য করে সিরিয়া থেকে ছোড়া হয়।’
এর ‘পাল্টা জবাব দিতে আমরা সিরিয়ায় কয়েক দফা একই ধরণের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি।’
বাসস/এমএজেড/১০৪০/জেহক