বাসস দেশ-৩৭ : টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১১ জনকে কারাদন্ড ও জরিমানা

122

বাসস দেশ-৩৭
বালু উত্তোলন-কারাদন্ড ও জরিমানা
টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১১ জনকে কারাদন্ড ও জরিমানা
টাঙ্গাইল, ২১ এপ্রিল ২০২১ (বাসস): জেলার ভূঞাপুর উপজেলায় আজ যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ১১ ব্যক্তির প্রত্যেককে ২০দিন করে কারাদন্ড এবং মোট ৪৪ হাজার ৭৬২ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দন্ডিতরা হলেন- উপজেলার ছাব্বিশা গ্রামের আরশেদের পুত্র এনামুল, তাহাছানের পুত্র ছানা, জগৎপুরা গ্রামের পাঠান আলীর পুত্র ওয়াসিম খান, রসুনা গ্রামের খোকনের পুত্র ইমতিয়াজ, নলিন গ্রামের জুরানের পুত্র নুরুল ইসলাম, কুঠিবয়ড়া গ্রামের আকাব্বরের পুত্র ছালাম সরকার, বাগবাড়ি গ্রামের জব্বারের পুত্র জাহাঙ্গীর আলম, ছাব্বিশা গ্রামের হায়দার আলীর পুত্র হাফিজুর, একই গ্রামের আব্দুল কাদেরের পুত্র আপেল, জড়ৎপুরা গ্রামের পাঠান আলীর পুত্র আরমান খান এবং ছাব্বিশা গ্রামের বাবলু মিয়ার পুত্র বিপ্লব হোসেন।
এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি ৩ টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে প্রথমে আটক এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে দন্ড দেয়া হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯২০/এমকে