বাসস ক্রীড়া-১৫ : অলিম্পিকে গ্রুপ পর্বেই জার্মানির মোকাবেলা করবে ব্রাজিল

151

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-অলিম্পিক-ব্রাজিল-জার্মানি
অলিম্পিকে গ্রুপ পর্বেই জার্মানির মোকাবেলা করবে ব্রাজিল
জুরিখ, ২১ এপ্রিল ২০২১ (বাসস/এএফপি) : আজ সম্পন্ন হয়েছে টোকিও অলিম্পিকের পুরুষ ফুটবলের ড্র। এতে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ পর্বেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ২০১৬ অলিম্পিকের রানারআপ জার্মানিকে। গ্রুপের বাকী দলগুলো হচ্ছে আইভরিকোস্ট ও সৌদি আরব।
সর্বশেষ ১৯৬৮ সালে পুরুষ ফুটবলের ব্রোঞ্জ পদক পাওয়া স্বাগতিক জাপান তাদের ‘এ’ গ্রুপের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফ্রান্স, দক্ষিন আফ্রিকা ও মেক্সিকোকে।
আসরের সি গ্রুপে স্থান পেয়েছে মিশর, স্পেন, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। এছাড়া বি গ্রুপের হয়ে খেলবে দক্ষিন কোরিয়া, নিউজিল্যান্ড, রোমানিয়া ও হুন্ডোরাস।
আগামী ২২ জুলাই শুরু হবে অলিম্পিকের ফুটবল ইভেন্ট। এর একদিন পর আনুষ্টানিক ভাবে পর্দা উঠবে টোকিও অলিম্পিকের। কোভিড-১৯ মাহামারির কারণে এক বছর পর শুরু হচ্ছে এই সর্ববৃহৎ গ্লোবাল মাল্টি গেমস।
মহিলা ফুটবলের গ্রুপ পর্বে সুইডেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাস্ট্র। অপরদিকে স্বাগতিক জাপান গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রিটেন, কানাডা ও চিলির সঙ্গে।
বাসস/এএফপি/এমএইচসি/১৯২০/স্বব