বাসস ক্রীড়া-১২ : আগামী মৌসুমে রিয়ালে যোগ দেবেন আলাবা : রিপোর্ট

86

বাসস ক্রীড়া-১২
ফুটবল-স্পেন-জার্মানি-আলাবা
আগামী মৌসুমে রিয়ালে যোগ দেবেন আলাবা : রিপোর্ট
বার্লিন, ২১ এপ্রিল ২০২১ (বাসস/এএফপি): এই মাসেই বায়ার্ন মিউনিখের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবার। ফলে বিনা ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন তিনি। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।
স্কাই স্পোর্টসের দাবী, বায়ার্নের হয়ে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করা ২৮ বছর বয়সি এই তারকা ৫ বছরের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। মিউনিখে ১৩ বছর ধরে রয়েছেন তিনি।
গতকাল বুন্দেসলিগায় লেভারকুজেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ২-০ গোলের জয়ে ভুমিকা রেখেছেন আলাবা। ওই জয়ে প্রতিদ্বন্দ্বি দলগুলোর সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান রচনা করেছে টেবিল টপার বায়ার্ন মিউনিখ। আগামী শনিবার মিজকে হারাতে পারলেই চার ম্যাচ বাকী থাকতে শিরোপা নিশ্চিত করতে পারবে বায়ার্ন মিউনিখ। এটি হবে জার্মান লিগে তাদের টানা নবম শিরোপা।
বায়ার্নের হয়ে এ পর্যন্ত ৪২৮টি ম্যাচে অংশ নিয়েছেন আলাবা। এবার লীগ শিরোপা পেলে এটি হবে বায়ার্নের হয়ে তার ১০ম লিগ শিরোপা। সেই সঙ্গে ক্লাবটির হয়ে বিশ^ শিরোপার স্বাদ ও লাভ করেছেন আলাবা।
বাসস/এএফপি/এমএইচসি/১৭৫৫/স্বব