১২ লাখ রুপি জরিমানা রোহিতের

423

চেন্নাই, ২১ এপ্রিল ২০২১ (বাসস) : ধীর গতির বোলিংএর জন্য জরিমানার কবলে পড়লেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসরের ১৩তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ধীর গতি বোলিংএর জন্য ১২ লক্ষ রুপি জরিমানা দিতে হবে রোহিতকে।
আইপিএল-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের এটিই প্রথম ধীর গতির বোলিং, তাই নিয়ম অনুযায়ী অধিনায়ক রোহিতকে ১২ লাখ রুপি জরিমানা করা হলো।’
আইপিএল কর্তৃপক্ষ আরও জানায়, ‘দ্বিতীয়বার ধীর গতির বোলিং করলে রোহিতকে ২৪ লাখ রুপি জরিমানা করা হবে। শুধু তাই নয়, তখন দলের প্রত্যেককে জরিমানা হিসেবে ম্যাচ পারিশ্রমিকের ২৫ শতাংশ দিতে হবে। তৃতীয় বার এই অপরাধ করলে অধিনায়ক এক ম্যাচ নির্বাসিত হবেন এবং তাকে ৩০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।’
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির পর এবারের আইপিএলে দ্বিতীয় অধিনায়ক হিসেবে জরিমানার কবলে পড়লেন রোহিত।