বাসস দেশ-১০ : শাহজালালে ১২ কেজি সোনাসহ একজন আটক

117

বাসস দেশ-১০
বিমানবন্দর-সোনা উদ্ধার
শাহজালালে ১২ কেজি সোনাসহ একজন আটক
ঢাকা, ২৮ আগস্ট, ২০১৮ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২২টি সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সদস্যরা সোমবার দিবাগত রাত ১টার দিকে ব্যাংকক থেকে আসা থাই এয়ারলাইন্সের (টিজি-৩৩৯) একটি ফ্লাইট থেকে তাকে আটক করে।
আটককৃতের নাম আরশাদ আয়াজ আহমেদ (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা বলে জানা যায়। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (ডিসি) অথেলো চৌধুরী আজ বাসসকে সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ব্যাংকক থেকে আসা থাই এয়ারলাইন্সের (টিজি-৩৩৯) ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিলেন আরশাদ আয়াজ আহমেদ।
তিনি বিমান থেকে বেরিয়ে আসার পর তার দেহ তল্লাশি করে তার কোমর থেকে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় বিভিন্ন ওজনের ২২টি সোনার বার পাওয়া যায়।
সোনা গুলো কাস্টমস হেফাজতে আছে। আটককৃত যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৭০৫/-কেজিএ