বাসস দেশ-২৯ : টাঙ্গাইলে অবৈধ পলিথিন কারখানা সিলগালা, ১৫ হাজার টাকা জরিমানা

116

বাসস দেশ-২৯
পলিথিন কারখানা-সিলগালা
টাঙ্গাইলে অবৈধ পলিথিন কারখানা সিলগালা, ১৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইল, ২০ এপ্রিল ২০২১ (বাসস): জেলার কালিহাতী উপজেলায় আজ একটি অবৈধ পলিথিন কারখানা সিলগালার মাধ্যমে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পলিথিন কারখানাটির ব্যবস্থাপক ও জমির মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার রৌহা এলাকায় অবৈধ পলিথিন কারখানায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
এ সময় জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ উপস্থিত ছিলেন ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বাজারজাতকরণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫- অনুসারে কারখানার মালিককে না পাওয়ায় সেটির ব্যবস্থাপককে ১০ হাজার টাকা এবং ওই জমির মালিককে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানকালে প্রায় ৫০ কেজি পলিথিন উৎপাদনের কাঁচামাল পিপি দানা, প্রায় তিনশ’ কেজি পলিথিন এবং দুইটি বোলিং মেশিন ও একটি কাটিং মেশিনসহ কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৫৫/এমকে