বাসস দেশ-২৭ : হালদা নদীতে অভিযানে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ

116

বাসস দেশ-২৭
হালদায়-অভিযান
হালদা নদীতে অভিযানে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ
চট্টগ্রাম, ২০ এপ্রিল ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষিত চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারি উপজেলা প্রশাসন।
উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে আর কিছুদিন পরেই ডিম ছাড়বে মা মাছ। এরমধ্যেই মা-মাছ শিকারে উৎ পেতে আছে চোরা শিকারিরা। তবে প্রশাসনের অভিযানে বারবার ধরাশায়ী তারা।
মঙ্গলবার হালদা নদীর সাত্তারঘাট ঘাট থেকে নাজিরহাট এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারি উপজেলা প্রশাসন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। একই অভিযানে হালদার পাড় কেটে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ট্রাক্টর অকেজো করে দিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, হালদায় অভিযান চালিয়ে চোরা শিকারিদের বসানো ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। একইসঙ্গে হালদা পাড় কাটতে ব্যবহৃত একটি ট্রাক্টর মেশিনও অকেজো করে দিয়েছি। মা-মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বাসস/জিই/কেএস/১৮১০/কেকে