বাসস দেশ-২৩ : রাঙ্গামাটিতে উদ্ধারকৃত বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

81

বাসস দেশ-২৩
লজ্জাবতী বানর- অবমুক্ত
রাঙ্গামাটিতে উদ্ধারকৃত বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত
রাঙ্গামাটি, ২০ এপ্রিল ২০২১ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলার কেপিএম এলাকা থেকে উদ্ধারকৃত বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ লজ্জাবতী বানরটি আজ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার সময় লজ্জাবতী বানরটি অবমুক্ত করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ জানান, সোমবার দিবাগত রাত ১০টায় কাপ্তাইয়ের কেপিএম এলাকায় সড়ক সংলগ্ন গাছ থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকালে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন প্রাণিটিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদারের নিকট হস্তান্তর করেন।
তিনি জানান, বন বিভাগের নিকট হস্তান্তর করার পর লজ্জাবতী বানরটি কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিটের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।
এসময় সহকারি বন সংরক্ষক মুস্তাফিজুর রহমান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৩০/এমকে