ফিরতি ৮টি হজ ফ্লাইটে ২ হাজার ৩৬০ জন হজ যাত্রীর প্রত্যাবর্তন

251

ঢাকা, ২৮ আগস্ট ২০১৮ (বাসস) : পবিত্র হজ পালন শেষে ফিরতি ৮টি হজ ফ্লাইটে ২ হাজার ৩৬০জন হজ যাত্রী দেশে প্রত্যাবর্তন করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৩টি ও সৌদি এয়ার লাইন্সের ৫টি বিমানে এসব হজ যাত্রী বাংলাদেশে প্রত্যাবর্তন করেন বলে হজ অফিস সুত্রে জানানো হয়।
সোমবার দিবাগত রাত ১১টা ৩৩ মিনিটে প্রথম ফিরতি হজ ফ্লাইট বাংলাদেশ এয়ার লাইন্সের বিজি ৪০১২ বিমান ৪১৯ জন হজ যাত্রী নিয়ে হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানও প্রথম ফিরতি হজ ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করেছেন বলে হজ অফিস জানায়।
আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে এরমধ্যে বাংলাদেশ এয়ার লাইন্স আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৭২ টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।
হযরত শাহজালাল বিমান বন্দরে প্রত্যেক হজ যাত্রীকে ৫ লিটারের একটি জমজম পানির জার দেয়া হয়। এছাড়া সৌদি এয়ার লাইন্সের হজ যাত্রীদেরকে জেদ্দা বিমান বন্দর থেকে ৫ লিটারের একটি জমজম পানির জার দেয়া হয় বলে হজ অফিস জানায়।
চলতি বছরের হজ পালন করতে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরব গেছেন। এ বছর বিমানের ১৬৭ টি হজ ফ্লাইটে ৬২ হাজার ৭৯৬ জন হজ যাত্রী সৌদি আরব গেছেন বলে বিমান অফিস সুত্রে জানানো হয়।
এবছর হজ পালন করতে গিয়ে আজ পর্যন্ত ১৫ জন মহিলাসহ ৯২জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৫৫ জন মদিনায় ৭ জন,জেদ্দায় ২ জন মিনায় ১৮ জন এবং আরাফায় ১০ জন হজ যাত্রীর ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস জানিয়েছে।