ভোলায় লকডাউনের শর্ত ভাঙ্গায় ২১ জনকে অর্থদন্ড

176

ভোলা, ২০ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতকরণ ও লকডাউনের শর্ত ভাঙ্গায় ২১ জনকে ২০ হাজার ২’শ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত জেলার ৩ উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ টি মামলায় এ জরিমানা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বাসস’কে জানান, এর মধ্যে সদর উপজেলায় ১০ জনকে ১৪ হাজার টাকা জরিমানা, তজুমদ্দিনে ৬ জনকে ৩৭’শ ও চরফ্যাসনে ৫ জনকে ২৫’শ টাকা জরিমানা করা হয়। এসময় জনসাধারণকে মাস্ক ব্যবহার ও লকডাউনের নির্দেশনা মেনে চলতে সতর্ক করা হয়। প্রশাসনের এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।