বাসস ক্রীড়া-১৩ : সুপার লিগের ধারণা প্রত্যাখ্যান করেছে ডর্টমুন্ড ও বায়ার্ন : বরুশিয়া সভাপতি

124

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-সুপার লিগ-জার্মানি-বুন্দেসলিলগা
সুপার লিগের ধারণা প্রত্যাখ্যান করেছে ডর্টমুন্ড ও বায়ার্ন : বরুশিয়া সভাপতি
বার্লিন, ১৯ এপ্রিল, ২০২১ (বাসস/এএফপি) : ‘তথাকথিত’ ইউরোপীয় সুপার লিগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও তাদের জার্মান প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। সোমবার ডর্টমুন্ড একথা জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডর্টমুন্ডের সভাপতি হ্যান্স-জোয়াচিম ওয়াজকে বলেন, ইউরোপীয় ক্লাব এসোসিয়েশন (ইসিএ) রোববার বিকেলে এক সভায় মিলিত হয়ে সুপার লিগ প্রতিষ্ঠাার এই ধারনা প্রত্যাখ্যানে সরাসরি মত প্রকাশ করেছে।
তিনি আরো বলেন, ইসিএ’র ওই বোর্ড সভায় সব ধরনের আলোচনাতেই জার্মান ক্লাব দুটি শতভাগ অনড় অবস্থানে ছিল। এই ঘোষনায় এটি নিশ্চিত হয়েছে যে জার্মানির সর্ববৃহৎ ক্লাব দুটির কোনটিই ওই লিগে যোগ দিচ্ছে না।
বাসস/এএফপি/এমএইচসি/২০৩০/স্বব