বাসস ক্রীড়া-১৪ : ‘ছদ্মবেশী’ সুপার লিগের পরিকল্পনায় ফ্রান্সের অন্তত দুটি ক্লাব থাকবে: সুপারলিগ সুত্র

117

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-সুপার লিগ-ফ্রান্স
‘ছদ্মবেশী’ সুপার লিগের পরিকল্পনায় ফ্রান্সের অন্তত দুটি ক্লাব থাকবে: সুপারলিগ সুত্র
প্যারিস, ১৯ এপ্রিল, ২০২১ (বাসস/এএফপি) : ইউরোপীয় সুপার লিগে প্রতি বছর ফ্রান্সের অন্তত দুটি ক্লাব অংশগ্রহণ করবে। ১২ ক্লাবের ওই জোটের সঙ্গে ঘনিষ্ঠ একটি সুত্র সোমবার বার্তা সংস্থা এএফপিকে একথা জানিয়েছে।
লিগের জন্য যে ১২টি ক্লাব জোটবদ্ধ হয়েছে সেখানে নেই ফ্রান্সের কোন ক্লাব। সেখানে ইংল্যান্ডের ছয়টি ক্লাব ছাড়াও রয়েছে ইতালি ও স্পেনের তিনটি করে ক্লাব। অথচ ইউরোপের শ্রেষ্ঠ ক্লাবগুলোর জোটে অনুপস্থিত ক্লাব হিসেবে কাতারি মালিকানাধিন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) একটি উল্লেখযোগ্য নাম। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ওই ফাইনালিস্টের দলে রয়েছে বর্তমান সময়ের বেশ কয়েকজন বিশ^সেরা তারকা।
বাসস/এএফপি/এমএইচসি/২০৩০/স্বব