বাসস ক্রীড়া-৬ : অবসর ভেঙ্গে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে মরিয়া ডি ভিলিয়ার্স

83

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-ডি ভিলিয়ার্স
অবসর ভেঙ্গে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে মরিয়া ডি ভিলিয়ার্স
চেন্নাই, ১৯ এপ্রিল ২০২১ (বাসস) : অবসর ভেঙ্গে দক্ষিণ আফ্রিকার হয়ে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে মরিয়া এবি ডি ভিলিয়ার্স।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসরে দারুন ছন্দে রয়েছেন ডি ভিলিয়ার্স। প্রথম তিন ম্যাচে যথাক্রমে ৪৮, ১ ও অপরাজিত ৭৬ রান করেছেন তিনি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করেছেন ডি ভিলিয়ার্স। ৩৪ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৭৬ রান করেন ডি ভিলিয়ার্স।
কলকাতার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলার পর দেশের হয়ে আবারো খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘আইপিএল খেলতে আসার আগে এই বিষয়ে বাউচারের (মার্ক বাউচার) সাথে কথা হয়েছিল। আমি তো দেশের হয়ে সবসময় খেলতে রাজি। তবে গত কয়েকদিনে বাউচারের সাথে এ ব্যাপারে আলোচনা হয়নি। আইপিএল শেষ হয়ে গেলে জাতীয় দলে খেলার ব্যাপারে আবার কথা বলার চেষ্টা করবো।’
তিনি আরও বলেন, ‘আমি চাইলেই তো দলে ঢুকতে পারি না। দল কেমন অবস্থায় আছে সেটিও বুঝতে হবে। জাতীয় দলে একাধিক নতুন ছেলে এসেছে। নিজেদের মেলেও ধরেছে তারা। এরপরেও যদি আমার জন্য জায়গা ফাঁকা থাকে, তবে আমি খেলতে পুরোপুরি প্রস্তুত।’
২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটকে আচমকা বিদায় জানান ডি ভিলিয়ার্স। দেশের হয়ে ১১৪ টেস্টে ৮৭৬৫ রান, ২২৮ ওয়ানডেতে ৯৫৭৭ রান ও ৭৮টি টি-টুয়েন্টিতে ১৬৭২ রান করেছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’।
ডি ভিলিয়ার্সের ব্যাপারে সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার বলেছিলেন, ‘সে আইপিএলে যাওয়ার আগে এ ব্যাপারে কথা হয়েছিলো। আলোচনা বেশ ভাল জায়গায় রয়েছে। এবি চাইছে আইপিএলে ভাল খেলে বিশ্বকে দেখিয়ে দিতে চাইছে, এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ক্ষমতা রাখে। এখনও বিশ্ব ক্রিকেট শাসন করার ক্ষমতা তার রয়েছে।’
বাউচার আরও বলেন, ‘আমি তাকে বলেছি- যাও, আইপিএলে গিয়ে নিজের কাজ করো। প্রতিযোগিতা শেষে তোমার সাথে আবারো এ নিয়ে কথা বলবো। আমরা সবাই তার সাথে রয়েছি।’
বাসস/এএমটি/১৬৪৫/স্বব