বাসস বিদেশ-৬ : মিশরে ট্রেন দুর্ঘটনা ॥ নিহত ১১, আহত প্রায় ১শ’

84

বাসস বিদেশ-৬
মিশর -ট্রেন -দুর্ঘটনা
মিশরে ট্রেন দুর্ঘটনা ॥ নিহত ১১, আহত প্রায় ১শ’
কায়রো, ১৯ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক): উত্তর আফ্রিকার দেশ মিশরে রোববার ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯৮ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানায়।
রাজধানী কায়রো থেকে ৪০ কিলোমিটার দূরে কৃষি শহর তৌখে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি কায়রো থেকে মানসৌরায় যাওয়ার পথে এর চারটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া অনেকগুলো এ্যাম্বুলেন্সও সেখানে পাঠানো হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ারিং কর্তৃপক্ষকে সর্বশেষ এ দুর্ঘটনা খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছেন।
এদিকে গতমাসে দেশটিতে যে ট্রেন দুর্ঘটনা ঘটে তাতে অন্তত ২০ জন নিহত হয়েছিল। সেই ক্ষত মুছে যাওয়ার আগেই নতুন এ দুর্ঘটনা ঘটল।
একটি নিরাপত্তা সূত্র বলছে, জিজ্ঞাসাবাদের জন্য ড্রাইভারসহ কয়েকজন রেলকর্মকর্তাকে আটক করা হয়েছে।
বাসস/জুনা/১৫১৫/জেহক