বাসস দেশ-১১ : নড়াইলে লকডাউন চলাকালে তিন লক্ষাধিক টাকা জরিমানা

87

বাসস দেশ-১১
জরিমানা
নড়াইলে লকডাউন চলাকালে তিন লক্ষাধিক টাকা জরিমানা
নড়াইল, ১৯ এপ্রিল, ২০২১(বাসস) : জেলায় লকডাউন চলাকালে গত গত ৬দিনে ট্রাফিক পুলিশের অভিযানে শতাধিক মামলা হয়েছে। অভিযানকালে কাগজপত্র না থাকায় ৬০টি গাড়ি আটক ও তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
নড়াইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাহিদুল ইসলাম জানান, লকডাউন চলাকালে প্রয়োজনে গাড়ি নিয়ে চলাচল, হেলমেট, লাইসেন্স, গাড়ির কাগজপত্র না থাকায় শতাধিক ব্যক্তির নামে মামলা দেয়া হয়েছে। এসময় কাগজপত্র না থাকায় মোটর সাইকেল, আলমসাধুসহ ৬০টি যানবাহন আটক করা হয়েছে। এছাড়া মামলায় বিভিন্ন ধারায় তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
এদিক সোমবার সকাল থেকে শহরের পুরাতন বাসটার্মিনালে অভিযানকালে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, ডিবি পুলিশের ওসি সুকান্ত সাহা সহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪২০/নূসী