বাসস দেশ-৪৭ : করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ১৩ লক্ষাধিক মানুষ

116

বাসস দেশ-৪৭
টিকা-আপডেট
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ১৩ লক্ষাধিক মানুষ
ঢাকা, ১৮ এপ্রিল, ২০২১ (বাসস) : দেশে এ পর্যন্ত সাড়ে ১৩ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ১৩ লাখ ৬৬ হাজার ৬০৯। এরমধ্যে পুরুষ ৯ লাখ ১৯ হাজার ৩৪২ এবং নারী ৪ লাখ ৪৭ হাজার ২৬৭ জন।
এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ১৪ হাজার ৯০ জন। এরমধ্যে ৩৫ লাখ ৪৩ হাজার ৪৩৫ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৭০ হাজার ৬৫৫।
এ ছাড়া আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭১ লাখ ১৯ হাজার ১ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ২ লাখ ১৪ হাজার ৮৪২ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৮ হাজার ৫৮৩ এবং নারী ৭৬ হাজার ২৫৯ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৪৮ জন। এরমধ্যে পুরুষ ৯ হাজার ৭৮০ এবং নারী ৫ হাজার ২৬৮ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৪ হাজার ৩১৩ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১ লাখ ৯৫ হাজার ২৩৯ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৭০ হাজার ২০ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৮ লাখ ৯৯ হাজার ২৬০ জন।
ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৬ হাজার ১১২ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৪ হাজার ২১৬ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ২ হাজার ৬৫৫ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৫৬ হাজার ২৩৫ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২২৯ জন, প্রথম ডোজ ৬ লাখ ৫৪ হাজার ৩০১ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩০৩ জন, প্রথম ডোজ ৫ লাখ ৮৭ হাজার ২১১ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ জন, প্রথম ডোজ ৭ লাখ ১৯ হাজার ৬৭৯ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬০ হাজার ৬৭৫ জন, প্রথম ডোজ ২ লাখ ৪৫ হাজার ৯৮৫ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৯ হাজার ৮৯৪ জন, প্রথম ডোজ ২ লাখ ৯৬ হাজার ৪৪৩ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।
দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
বাসস/এএসজি/এমএসএইচ/১৯৪০/এবিএইচ