করোনা সংক্রমণ ও মৃত্যুহার রোধে আরো যত্নশীল হতে হবে : বিএসএমএমইউ উপাচার্য

276

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২১ (বাসস): করোনা সংক্রমণের ও মৃত্যুহার রোধে সামাজিক দূরত্ব ও মাস্কের ব্যবহারে আরো যত্নশীল হতে হবে। নিজেদের রক্ষা করতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিতে হবে কোভিড ১৯ এর ভ্যাকসিন।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি অপথালমোলজি বিভাগের থিসিস পরীক্ষা কার্যক্রম পরিদর্শনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কথা বলেন।
এদিকে আজ সকালে উপাচার্য তাঁর কার্যালয়ে প্রশাসনিক মিটিং এবং জুম এ্যাপস-এর মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা এবং এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির কর্মপরিকল্পনা সংক্রান্ত সভায় অংশগ্রহণ করেন।