বাসস-দেশ-৩৮ : দিনাজপুরে নিম্নমানের চাল পালিশ করে বাজারজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা

88

বাসস-দেশ-৩৮
দিনাজপুর-জরিমানা
দিনাজপুরে নিম্নমানের চাল পালিশ করে বাজারজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা
দিনাজপুর, ১৮ এপ্রিল ২০২১ (বাসস): জেলা শহরে আজ কমদামি ও নিম্নমানের চাল পালিশ করে বেশি দামে বাজারজাত করার দায়ে এক চাল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রোববার দুপুরে শহরের বড়বন্দর রেলবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগফুরুল হাসান আব্বাসী এ জরিমানা করেন।
দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশিক ইকবাল জানান, আজ রোববার দুপুর ২টায় জেলা শহরের বড়বন্দর রেলবাজার এলাকায় মেসার্স আদর্শ চাউল ঘরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে কমদামি ও নি¤œমানের ২৩ বস্তা পালিশ করা আতপ চাল জব্দ করা হয়।
তিনি জানান, এ সময় আদর্শ চাউল ঘরের মালিক খন্দকার শওকত আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে এ জরিমানা করা হয়।
সদর উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল ইসলাম ও সিএসিডি গুদামের ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮০২/এমকে