হবিগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

380

হবিগঞ্জ, ১৮ এপ্রিল ২০২১ (বাসস): জেলায় আজ সদর উপজেলার ৫টি ইউনিয়নে একহাজার ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির প্রধান অতিথি হিসেবে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয় রিচি এবং গোপায়া ইউনিয়নে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন প্রমুখ।
সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার ৫টি ইউনিয়নের একহাজার ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও উফশী আউশ ধানের বীজ বিতরণ করেছে।