দৌলতখানে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

204

ভোলা, ১৮ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলার দৌলতখান উপজেলায় আজ ১৭’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীনামূল্যে আউশ ধানের বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। দেশে আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে সরকার এসব প্রণোদনা দিচ্ছে।
উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সুমন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবুসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সুমন হাওলাদার জানান, খরিপ-১/২০২১-২০২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষকের জন্য আউশ ধানের ৫ কেজি উন্নত জাতের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার তুলে দেওয়া হচ্ছে। এক বিঘা জমির অনুকূলে এসব বীজ সার পাচ্ছে কৃষকরা। করোনা মহামারীর জন্য এবারের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানান তিনি।