বাসস দেশ-৮ : ময়মনসিংহ নগরীতে ৫ টাকায় ইফতার

103

বাসস দেশ-৮
ইফতার-পুলিশ
ময়মনসিংহ নগরীতে ৫ টাকায় ইফতার
ময়মনসিংহ, ১৮ এপ্রিল, ২০২১ (বাসস) : করোনা পরিস্থিতিতে পুরো পবিত্র রমজান মাসে হতদরিদ্র ও কর্মহীন মানুষ যাদের অনেকেরই ভাগ্যে জোটেনা সাধারণ ইফতার সামগ্রী কেনার। ওদের মধ্যে নামমাত্র মূল্যে ৫ টাকায় ইফতার বিতরণে এগিয়ে এলেন ময়মনসিংহ জেলা পুলিশ। এসব ইফতারে থাকছে- মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, শসা, খেজুর, আঙুর, কলা ও জিলাপি।
শনিবার বিকেলে নগরীর টাউন হল মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান মিয়া, জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিতরণকালে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বিনামূল্যে ইফতারি নিতে অনেকেই বিব্রতবোধ করতে পারেন ভেবেই ইফতারের মূল্য ধরা হয়েছে মাত্র ৫ টাকা।
তিনি আরো বলেন, কর্মহীন গরীব মানুষের জন্য পুরো রমজান জুড়েই নগরীর বিভিন্ন স্থানে বিতরণ করা হবে। নগরীর সানকি পাড়া এলাকার কাদির মিয়া ৫ টাকা দিয়ে বিভিন্ন পদের এতগুলো ইফতার কিনতে পেরে খুশি।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩১০/কেজিএ