ভোলা-লক্ষীপুর নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক

182

ভোলা, ১৮ এপ্রিল, ২০২১ (বাসস) : দীর্ঘ ১৪ ঘন্টা বন্ধ থাকার পর ভোলা-লক্ষীপুর নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার রাত ৮ টায় কৃষাণী ও কুসুম কলী নামের দুটি ফেরি লক্ষীপুরের মজু চৌধুরীর হাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে শনিবার ভোরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ইলিশা ফেরি ঘাটের পল্টুন ও গ্যাংওয়ে ক্ষতিগ্রস্ত হলে ফেরি চলাচল বন্ধ থাকে।
বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো: কামরুলজ্জামান বাসস’কে জানান, কালবৈশাখী ঝড়ে ফেরির পল্টুন ক্ষতিগ্রস্ত হওয়ায় পুনরায় স্থাপনে বরিশাল থেকে একটি বিশেষ টিম এসে তা মেরামত কাজ সম্পন্ন করে। রাত ৮ টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ভোলা ইলিশা ফেরি সার্ভিসের ব্যাবস্থাপক মো: পারেভজ খান বাসস’কে জানান, ফেরি চলাচল স্বাভাবিক হওয়াতে দুই পাড়ের যানবাহনের লোড কমে গেছে। বর্তমানে সব স্বাভাবিক রয়েছে।