ভোলার লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

177

ভোলা, ১৭ এপ্রিল ২০২১ (বাসস) : জেলার লালমোহন উপজেলায় আজ একহাজার আটশ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য
রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস- চেয়ারম্যান আবুল হাসান রিমন ও মহিলা ভাইস-চেয়ারম্যান মাছুমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এ এফ এম শাহাবুদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল আমিন।
অনুষ্ঠানে খরিপ-১/২০২১-২০২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষকের মাঝে আউশ ধানের ৫ কেজি উন্নত জাতের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার তুলে দেওয়া হয়। এসময় ৭০ভাগ ভর্তুকিতে একজন কৃষককে কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করা হয়।