বাসস দেশ-৪৫ : করোনার ভ্যাকসিন নিতে সবার প্রতি আহবান বিএসএমএম’র উপাচার্যের

82

বাসস দেশ-৪৫
বিএসএমএমইউ-মুজিবনগর দিবস
করোনার ভ্যাকসিন নিতে সবার প্রতি আহবান বিএসএমএম’র উপাচার্যের
ঢাকা, ১৭ এপ্রিল, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.মো:শারফুদ্দিন আহমেদ করোনা পরিস্থিতি মোকাবিলায় পর্যায়ক্রমে কোভিড-১৯ এর ভ্যাকসিন নেয়ার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।
স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক আলোচনা সভায় এ আহবান জানান তিনি।
এ সময় জনস্বার্থে দেশের সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশনা অনুযায়ী সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও উল্লেখ করেন উপাচার্য।
তিনি বলেন,‘ঐতিহাসিক মুজিবনগর দিবসের শপথ হোক প্রত্যেকে তাঁর নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিক ও যথাযথভাবে পালনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, সেবা ও গবেষণায় সামনের দিকে এগিয়ে নেয়া।’
এ সময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মোঃ জুলফিকার আহমেদ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/১৮০২/অমি