বাসস দেশ-৩৬ : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে জাতীয় পার্টির শোক

91

বাসস দেশ-৩৬
জাপা-শোক- কবরী
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে জাতীয় পার্টির শোক
ঢাকা, ১৭ এপ্রিল, ২০২১ (বাসস) : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের ও জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরিফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।
আজ এক শোক বার্তায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ প্রয়াত সারাহ বেগম কবরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, বাংলা চলচ্চিত্রে নতুন ধারা সৃষ্টি করেছেন কবরী। তিনি নিখুঁত অভিনয়ে কোটি দর্শকদের মুগ্ধ করতে সমর্থ হয়েছিলেন। কবরী ছিলেন বাংলা চলচ্চিত্রের উজ্জল নক্ষত্র। অভিনয় ও রাজনীতিতে সমান পারদর্শিতা দেখিয়েছেন কবরী। নতুন প্রজন্মের অভিনয় শিল্পীদের সামনে আদর্শ হয়ে থাকবেন সারাহ বেগম কবরী।
বাসস/সবি/এমএআর/১৫৫৫/কেকে