বাসস দেশ-১৯ : শেষরাতে বৃষ্টির পর কিছুটা কমেছে দিন ও রাতের তাপমাত্রা

79

বাসস দেশ-১৯
আবহাওয়া-পূর্বাভাস
শেষরাতে বৃষ্টির পর কিছুটা কমেছে দিন ও রাতের তাপমাত্রা
ঢাকা, ১৭ এপিল, ২০২১ (বাসস) : দেশের কোথাও কোথাও শেষরাতে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে গরমের প্রভাব প্রখর না থাকলে ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কমতে পারে রাতের তাপমাত্রাও ।
এদিকে ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থাীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে নিকলীতে ৩৫ মিলি মিটার।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, রাজশাহীতে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তেতুঁলিয়ায় ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৩৫ মিনিটে।
বাসস/সবি/এসএস/১২৫০/-আসাচৌ