বাসস দেশ-২৯ : বান্দরবানের থানচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে ত্রাণ সহায়তা

120

বাসস দেশ-২৯
ত্রাণ-বান্দরবান
বান্দরবানের থানচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে ত্রাণ সহায়তা
বান্দরবান, ১৬ এপ্রিল ২০২১ (বাসস) : জেলার থানচি উপজেলায় দুর্গম লাংরই হেডম্যানপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৫টি ¤্রাে পরিবারকে আজ ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে জন্য নগদ ছয়হাজার টাকা ও ৩০ কেজি চাল দেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১১টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ত্রাণ সহায়তা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর হাতে তুলে দেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।
এ সময় উপস্থিত ছিলেন জেলায় ভারপ্রাপ্ত ত্রাণ কর্মকর্তা শিমন সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. সাজ্জাদ জাহিদ রাতুল এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।
এরআগে, গতকাল বৃহস্পতিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে ৫০ কেজি চাল, নগদ তিনহাজার টাকা এবং ২টি করে কম্বল দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে থানচি উপজেলার লাংরই হেডম্যানপাড়ার আগুনে ১৫টি পরিবারের বসতঘর পুড়ে যায়।
বাসস/এনডি/সংবাদদাতা/২১২০/এমকে