বাসস ক্রীড়া-১১ : করোনা মহামারিতেও কোপা আমেরিকা আয়োজনের তাগিদ দিলেন কলম্বিয় মন্ত্রী

119

বাসস ক্রীড়া-১১
ফুটবল-কোপা আমেরিকা-ভাইরাস
করোনা মহামারিতেও কোপা আমেরিকা আয়োজনের তাগিদ দিলেন কলম্বিয় মন্ত্রী
বোগোটা, ১৬ এপ্রিল ২০২১ (বাসস/এএফপি) : কোভিড-১৯ মহামারিতেও ‘দর্শকবিহীন স্টেডিয়ামে’ কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট চালিয়ে নেয়ার পক্ষে মত প্রকাশ করেছেন কলম্বিয়ার ক্রীড়ামন্ত্রী। সহ-আয়োজক আর্জেন্টিনার প্রেসিডেন্ট করোনাকালে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে নেতিবাচক মন্তব্য করার পরপরই তিনি এই মন্তব্য করেছেন।
কলম্বিয় মন্ত্রী আর্নেস্টো লুসেনা এল টিয়েম্পো সংবাদ পত্রকে বলেন,‘ শুরুর পরিককল্পনা অনুযায়ী আর্জেন্টিনা ও কলম্বিয়া কোপা আমেরিকা আয়োজনের বিষয়ে এখনো পর্যন্ত সম্মত। এই বিষয়ে আর্জেন্টাইন প্রেসিডেন্টের বিশ্লেষনটি প্রাসঙ্গিক।’
সম্প্রতি করোনা থেকে মুক্তি পাওয়া এই মন্ত্রী দক্ষিন আমেরিকান ফুটবলের পরিচালনা সংস্থা কনমেবলের সভাপতির কথার পুনরাবৃত্তি করে বলেন,‘ দর্শকসহ কিংবা দর্শক ছাড়া স্টেডিয়ামে টুর্নামেন্টটি চলবে।’
এর আগে বৃহস্পতিবার সকালে আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেছিলেন, মহামারির যে অবস্থা তাতে কোপার আয়োজন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তিনি বলেন,‘ আমি কোপা আমেরিকার আয়োজনকে নস্যাৎ করতে চাই না। তবে আমাদেরকে বেশ সচেতন ও সাবধান থাকতে হবে। আমাদের হাতে এখনো সময় রযেছে। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়।’
আগামী ১৩ জুন আর্জেন্টিনায় শুরুর কথা রয়েছে কোপা দক্ষিন আমেরিকার এই শীর্ষ টুর্নামেন্টর। টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের কথা রয়েছে ১০ জুলাই কলম্বিয়ার মাটিতে। টুর্নামেন্টটির ১০৫ বছরের ইতিহাসে এই প্রথম দুই দেশের যৌথ উদ্যোগে এটি আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
বাসস/এএফপি/এমএইচসি/২০৫০/স্বব