হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত আকরাম

270

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২১ (বাসস) : গত ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের পরিচালক, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। শারীরিক জটিলতা বেড়ে যাবার কারনে গতকাল বিকেলে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
আকরামের পারিবারিক সূত্র জানিয়েছে, করোনা পজিটিভ হওয়ার পর নিজ বাসাতেই চিকিৎসা চলছিল তার। কিন্তু কদিন ধরে কাশির পরিমান বেড়ে গিয়েছিল। আরো কিছু টেস্ট করানোর পর চিকিৎসকরা আকরামকে হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা বেশ ভালো পর্যায়ে আছে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আজ বিকেলে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে।
১৯৮৮ সালে জাতীয় দলে অভিষেক হয় আকরামের। তার নেতৃত্বে ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
২০০৩ সালে অবসর নেয়ার আগে জাতীয় দলের হয়ে ৪৪ ওয়ানডে ও ৮টি টেস্ট ম্যাচ খেলেন আকরাম। ওয়ানডেতে ৯৭৬ রান ও টেস্টে ২৫৯ রান করেছেন ৫২ বছর বয়সী আকরাম।