বাসস ক্রীড়া-৮ : মন্টে কার্লো থেকে বিদায় জকোভিচের, টিকে আছেন নাদাল

101

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-মন্টে কার্লো
মন্টে কার্লো থেকে বিদায় জকোভিচের, টিকে আছেন নাদাল
মন্টে কার্লো, ১৬ এপ্রিল ২০২১ (বাসস) : মন্টে কার্লো মাস্টার্স টেনিসের শেষ ষোলোতেই থামতে হলো বিশ্বের এক নম্বর গ্রেট ব্রিটেনের নোভাক জকোভিচকে। অবাছাই ব্রিটিশ খেলোয়াড় ড্যান ইভান্সের কাছে সরাসরি সেটে হেরেছেন শীর্ষ বাছাই জকোভিচ।
বিশ্বের ৩৩ নম্বর খেলোয়াড় ইভান্সের কাছে ৬-৪ ও ৭-৫ গেমে শেষ ষোলোর ম্যাচ হারেন জকোভিচ। ২০১৩ এবং ২০১৫ সালে মন্টে কার্লো মাস্টার্সে চ্যাম্পিয়ন জোকোভিচ এই প্রথম হারের স্বাদ পেলেন।
চলতি বছওে গত ফেব্রুয়ারিতে নবমবারের মত অস্ট্রেলিয়ান ওপেন জয় করা জকোভিচ বলেন, ‘গত কয়েক বছরে এটা আমার সব চেয়ে কুৎসিত হার। আজ আমার পক্ষে কোন কিছুই ছিলো না। এভাবে কোর্ট থেকে বিদায় নিতে খুব খারাপ লাগছে।’
জকোভিচ হারলেও, শেষ ষোলোর বাঁধা পেরিয়েছেন নাদাল। ১৪তম বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের বিপক্ষে ৬-১, ৬-১ গেমে জিতেন নাদাল।
ম্যাচ শেষে নাদাল বলেন, ‘আজ নিজের মত করে খেলতে পেরেছি। এমন জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। পরের ম্যাচগুলোতে ভালো করতে মুখিয়ে আছি।’
ম্যাচ চলাকালীন দর্শকদের মিস করেছেন জকোভিচ-নাদাল। করোনার সতর্কতা হিসেবে গত বছর থেকেই দর্শকশূন্য স্টেডিয়ামে টুর্নামেন্ট চলছে। নাদাল বলেন, ‘দর্শকরা লড়াই করতে সাহায্য করেন। ব্যক্তিগত ভাবে আমি তাদের অভাব অনুভব করেছি।’
জকোভিচ বলেন, ‘স্টেডিয়ামে দর্শকদের ফিরে আসাটা প্রয়োজন। দর্শকরা আমাদের প্রচুর উৎসাহ, শক্তি যোগায়।’
বাসস/এএমটি/১৮১০/স্বব