বাসস ক্রীড়া-৫ : ধারাবাহিক বাবরের প্রশংসায় ইনজামাম

95

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-ইনজামাম
ধারাবাহিক বাবরের প্রশংসায় ইনজামাম
করাচি, ১৬ এপ্রিল, ২০২১ (বাসস) : সদ্যই আইসিসি ওয়ানডে ব্যাটসম্যান র‌্যাংকিং তালিকায় শীর্ষে উঠেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি গড়েন তিনি। শুধুমাত্র ওয়ানডেতেই ধারাবাহিক নন বাবর। টেস্ট ও টি-টুয়েন্টিতে সমান পারদর্শীতা দেখাচ্ছেন তিনি। বাবরের এমন ধারাবাহিক পারফরমেন্সে মুগ্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।
তিনি জানান, বাবরের মত অন্য কোন ব্যাটসম্যানকে এত ধারাবাহিক হতে কাউকে দেখেননি।
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় ইনজামাম বলেন, ‘আমি পাকিস্তান দলের কোন ব্যাটসম্যানকে আগে কখনও এমন ধারাবাহিক হতে দেখিনি। বাবরের জন্য কোন প্রশংসাই যথেষ্ঠ হবে না। তিন ফরম্যাটেই দুর্দান্ত ব্যাটিং করছেন বাবর। এতটা ধারাবাহিক পারফরমেন্স, পাকিস্তান দলের কোন ব্যাটসম্যানের আগে ছিলো না।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টি-টুয়েন্টি সিরিজের তিন ম্যাচে একটি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করেছেন বাবর। সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে রেকর্ড গড়া ১২২ রান করেন তিনি।
বাবরের ইনিংস নিয়ে ইনজামাম বলেন, ‘দ্বিতীয় ম্যাচে উইকেটে ঠিকে থাকার দিকে মনোযোগি ছিলো বাবর। কারণ দলের ব্যাটিং গভীরতা কম ছিল। তবে তৃতীয় ম্যাচে অসাধারণ ইনিংস খেলেছে সে। ঐ ইনিংসে কোন তাড়াহুড়ো ছিল না, যথাযথ ক্রিকেটীয় শটের সমাহার ছিল। তাকে নাম্বার ওয়ান ব্যাটসম্যান বলার মধ্যে কোনো ভুল নেই।’
ইনজামাম আরও বলেন, ‘বাবর যেমন খেলোয়াড়, তার শুধু পাকিস্তানের রেকর্ড নয়, বিশ্ব রেকর্ড গড়া উচিত। আমি মনে করি, বাবর ভবিষ্যতে অনেক দূর যাবে। পাকিস্তান ক্রিকেটের বড় সম্পদ হতে চলেছে সে।’
বাসস/এএমটি/১৭৫৫/-স্বব