বাসস ক্রীড়া-৯ : ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট

301

বাসস ক্রীড়া-৯
ফুটবল-বঙ্গবন্ধু-গোল্ডকাপ
১ সেপ্টেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট
ঢাকা, ২৭ আগস্ট, ২০১৮ (বাসস) : আগামী ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)। নেত্রকোনায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনূর্ধ্ব-১৭ বছরের কিশোর-কিশোরীদের শারীরিক, মানষিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলা। প্রথম পর্যায়ে উপজেলা ও থানা ভিত্তিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে জেলা ও সিটি কর্পোরেশন, তৃতীয় পর্যায়ে বিভাগ এবং ৪র্থ ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলা।
টুর্নামেন্ট উপলক্ষে গঠিত জাতীয় কমিটির এক সভা আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহ উদ্দিন, ক্রীড়া সংগঠক মোঃ হারুনুর রশীদ, বাদল রায় ও শেখ আসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
টুর্নামেন্ট উপলক্ষে আগামী ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগোও উম্মোচন করা হবে।
বাসস/এএসজি/এমএইচসি/১৮৫৫/স্বব