বাসস ক্রীড়া-৮ : ছয় মাস নিষিদ্ধ হতে যাচ্ছেন পাকিস্তানের শেহজাদ : রিপোর্ট

289

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-শেহজাদ
ছয় মাস নিষিদ্ধ হতে যাচ্ছেন পাকিস্তানের শেহজাদ : রিপোর্ট
করাচি, ২৭ আগস্ট, ২০১৮ (বাসস) : মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ডান-হাতি ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। স্থানীয় গণমাধ্যমে আজ সোমবার প্রকাশিত এ খবরে এ কথা বলা হয়েছে। আগামী এক বা দু’দিনের মধ্যে এ রায় প্রকাশ করবে পিসিবি।
গেল মে মাসে শেহজাদের বিপক্ষে ডোপ কেলেঙ্কারি লঙ্ঘনের অভিযোগ ওঠে।
দ্বিতীবারের মত আবারো একই অপরাধ করলে শাস্তি মেয়াদ দু’বছর বৃদ্ধি করা হবে। এমনকি তৃতীয়বার একই অপরাধ করলে আজীবন নিষিদ্ধ হতে পারেন শেহজাদ।
গেল মে মাসে পাকিস্তানের ঘরোয়া কাপ টুর্নামেন্টে শেহজাদের মুত্রের নমুনা পরীক্ষায় ইতিবাচ ফল বআসে এবং গেল জুনে সেই পরীক্ষার ফল প্রকাশ করে ইনডিপেন্ডেন্ট রিভিউ বোর্ড।
সম্প্রতি গেল জুনে স্কটল্যান্ডে দুই ম্যাচের টি-২০ সিরিজে অংশ নিয়েছিলেন শেহজাদ।
বাসস/এএমটি/১৮৫০/স্বব