বাসস বিদেশ-৫ : যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা পরিকল্পনা পুতিন-বাইডেন শীর্ষ সম্মেলনকে ‘সহায়তা’ করবে না : ক্রেমলিন

208

বাসস বিদেশ-৫
রুশ-মার্কিন-নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা পরিকল্পনা পুতিন-বাইডেন শীর্ষ সম্মেলনকে ‘সহায়তা’ করবে না : ক্রেমলিন
মস্কো, ১৫ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : ক্রেমলিন বৃহস্পতিবার বলেছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ ও হ্যাকিংয়ের অভিযোগে প্রতিশোধ নেওয়ার জন্য রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পরিকল্পনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার মার্কিন প্রতিপক্ষ জো বাইডেনের মধ্যে সম্ভাব্য শীর্ষ সম্মেলনকে “সহায়তা” করবে না।
ইউক্রেনের বিরোধের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউরোপ ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরো বেড়ে যাওয়ায় বাইডেন মঙ্গলবার পুতিনের সাথে এক ফোনে তাকে নিরপেক্ষতার জায়গায় থেকে শীর্ষ সম্মেলনেযোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন ৩০ টিরও বেশি রুশ সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করবে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১০ জনের বেশি রুশ কূটনীতিককে বহিষ্কার করবে এবং মার্কিন ব্যাংকে সরকারি লেনদেনের উপর রাশিয়ার বিদ্যমান নিষেধাজ্ঞাকে সম্প্রসারণ করবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন,“সম্ভাব্য নিষেধাজ্ঞার মধ্যে বর্তমানে যে আলোচনা হচ্ছে তা কোনোভাবেই এই ধরনের বৈঠককে সহায়তা করবে না।”
তিনি বলেন, তবে এই শীর্ষ সম্মেলনটি এখনও এগিয়ে যাবে কিনা সে ব্যাপারে পুতিন এবং বাইডেনের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে।
বাসস/ অনু-জেজেড/২২১৫/এমএবি