বাসস দেশ-৩৩ : সাতক্ষীরায় ওষুধ দিয়ে পাকানো ৪৯ ক্যারেট আম জব্দ

134

বাসস দেশ-৩৩
আম-জব্দ
সাতক্ষীরায় ওষুধ দিয়ে পাকানো ৪৯ ক্যারেট আম জব্দ
সাতক্ষীরা, ১৫ এপ্রিল, ২০২১ (বাসস) : জেলার কালিগঞ্জে বিষাক্ত ওষুধ দিয়ে পাকানোর অভিযোগে জব্দ করা ৪৯ ক্যারেট আম নষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ডাকবাংলা মোড়ে পিক-আপের চাকায় পিষে খাওয়ার অনুপযোগী এসব আম বিনষ্ট করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু প্রমুখ।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, কাঁচা আম বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাতকরণের প্রচেষ্টার অভিযোগে স্থানীয়দের সহায়তায় বুধবার রাতে উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মৃত মনিরউদ্দিনের ছেলে মোস্তাক আহম্মেদের বাড়ি থেকে আমগুলো জব্দ করে পুলিশ। তা খাওয়ার অনুপযোগী হওয়ায় রাষ্ট্রের অনুকূলে আজ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৩১/কেজিএ