বাসস ক্রীড়া-১৫ : আশাবাদী সাইফ

98

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-সাইফ
আশাবাদী সাইফ
ঢাকা, ১৫ এপ্রিল ২০২১ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। তবে একাদশে সুযোগ পাবার ব্যাপারে এখন নিশ্চিত নন তিনি।
গেল বছর পাকিস্তান সফরে টেস্ট অভিষেক ঘটে সাইফের। ঐ বছরই জিম্বাবুয়ের বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এরপর এই ফরম্যাটে খেলার জন্য আর কোন সুযোগ পাননি সাইফ।
তবে লঙ্কান দ্বীপে টেস্ট ম্যাচে সুযোগ পেয়ে নিজের প্রত্যাবর্তনটি স্মরনীয় করে রাখতে ভালো করার লক্ষ্য সাইফের।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেরিত একটি রেকর্ড করা ভিডিও বার্তায় সাইফ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে আমিসহ যারা বাইরে ছিলাম তাদেরকে অর্ন্তভুক্ত করা হয়েছে। সবাই খুব কঠোর অনুশীলন করেছে। এরপর আমরা আয়ারল্যান্ড অনূর্ধ্ব-২৩ এর বিপক্ষে সিরিজ খেললাম এবং আমরা দুর্দান্ত পারফর্ম করেছি। আমরা এনসিএল খেলেছি এবং কিছু ভালো পারফরমেন্স করেছি। তাই প্রস্তুতিও বেশ ভালো হয়েছে। আশা করি, সুযোগ পেলে শ্রীলংকার বিপক্ষে সিরিজে নিজের সেরাটা প্রদর্শন করতে পারবো।’
করোনাভাইরাসের কারনে দুই রাউন্ড পর সম্প্রতি স্থগিত হয়ে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) একটি সেঞ্চুরি করেছেন সাইফ।
তিনি আরও বলেন, ‘যখন আপনি রানের মধ্যে থাকবেন, আত্মবিশ্বাস বেড়ে যাবে। আমি মনে করি দীর্ঘ সময় ধরে জাতীয় দলের হয়ে না খেললেও ফিটনেস এবং ব্যাটিং ফর্ম অনুযায়ী ভাল অবস্থায় আছি। আমার প্রস্তুতি ভাল এবং আমার আত্মবিশ্বাসও ভাল অবস্থায় আছে। যদি আমি সুযোগ পাই তবে আমি তা পুরো ব্যবহার করার চেষ্টা করবো।’
সাইফ জানান, নিজেদেও মধ্যে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচটি কন্ডিশনের সাথে মানিয়ে নিতে অনেক বেশি গুরুত্বপুর্ন।
তিনি বলেন, ‘আসন্ন অনুশীলন ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ ম্যাচ খেলার পর, আপনি কন্ডিশন এবং উইকেট সম্পর্কে ধারণা পেতে পারেন। সুতরাং আমি মনে করি, অনুশীলন ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। ভালো করতে পারলে আমরা উপকৃত হবো। যে ব্যাটসম্যানরা খেলার সুযোগ পাবে, তাদের বড় স্কোরের লক্ষ্য নির্ধারণ করতে হবে। এটাই হবে আমাদের কাজ।’
বাসস/এএমটি/১৮৫০/স্বব