বাসস ক্রীড়া-১৩ : অস্ট্রেলিয় সাঁতারের প্রধান নিযুক্ত হলেন কানাডার সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন

87

বাসস ক্রীড়া-১৩
অলিম্পিক-সাঁতার-অস্ট্রেলিয়া-বাউম্যান
অস্ট্রেলিয় সাঁতারের প্রধান নিযুক্ত হলেন কানাডার সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন
সিডনি, ১৫ এপ্রিল ২০২১ (বাসস/এএফপি) : অস্ট্রেলিয় সাঁতারের প্রধান হিসেবে আজ নিয়োগ পেয়েছেন দুই দুইবার অলিম্পিকের স্বর্ন পদক জয় করা কৃতি সাঁতারু কানাডার অ্যালেক্স বাউম্যান। প্রধান কৌশলবিদের দায়িত্ব থেকে তিনি নতুন এই পদে উন্নীত হয়েছেন।
১৯৮৪ সালে লস এ্যাঞ্জেলসে অনুষ্ঠিত অলিম্পিকে সাঁতারের একক মিডলের ২০০ ও ৪০০ মিটার ইভেন্টে স্বর্ন পদক জয় করেছিলেন বাউম্যান। নভেম্বরে লেই রাসেল সরে যাওয়ায় এই পদটি খালি হয়েছিল।
সুইমিং অস্ট্রেলিয়ার সভাপতি কিয়েরেন পার্কিনস বলেন,‘ অ্যালেক্সের যেমন সাংগঠনিক দক্ষতা রয়েছে তেমনি রয়েছে নেতৃত্বগুন ও ক্রীড়ার সর্বোচ্চ পারফর্মেন্সের অভিজ্ঞতা। আশা করি তার এই যোগ্যতাগুলো কাজে লাগবে।
এর আগে কানাডার হাই পারফর্মেন্স স্পোর্ট প্রোগ্রামের প্রধানের দায়িত্ব পালন করেছেন বাউম্যান। পরে একই ভুমিকা পালন করেন নিউজিল্যান্ডে। যেখানে দেশটিকে অলিম্পিকের ইতিহাসে সর্বাধিক পদক জয়ে ভুমিকা রেখেছিলেন তিনি। ২০১৬ সালে ব্রাজিলের রিওতে অনুষ্ঠিত অলিম্পিকে ১৮টি পদক লাভ করেছিল নিউজিল্যান্ড।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৪৮/স্বব